নলছিটিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সুবিদপুর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকালে সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারের তালুকদার মার্কেটে কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে ও আজকের সভার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মোতালেব সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুবিদপুর ইউনিয়ন, এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহ জালাল হোসেন জিহাদী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুবিদপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শিপন, সাবেক সভাপতি মোহাম্মদ সিফাত , আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবিদপুর ইউনিয়ন শাখার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।