ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে তরতরিয়ে
নির্বাচনী উত্তাপে ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (ডিজেটি) শেয়ারের দাম তরতরিয়ে বাড়ছে। এই প্রতিষ্ঠানের অংশ ট্রাম্পের নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল। প্রতিষ্ঠানটির শেয়ার দাম এক লাফে ১২ শতাংশ বেড়েছে।
সোমবার (৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে সূত্রে জানা গেছে, গত মার্চে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আসার পর থেকেই এর শেয়ারের দামে বাড়তে দেখা যায়। গত তিন দিনে ৪১ শতাংশ দরপতনের আগে টানা পাঁচ সপ্তাহ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম চারগুণ বেড়েছিল।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নির্বাচিত হতে পারেন এমন ভাবনা থেকেই বেশি করে তার প্রতিষ্ঠানের শেয়ার কিনছেন বিনিয়োগকারীরা। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে এলে তার ট্রুথ সোশ্যাল গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম হয়ে উঠতে পারে।
সামাজিক মাধ্যম টুইটার (বর্তমানে এক্স) বছর তিনেক আগে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তখন ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল নামের সে সামাজিক মাধ্যম বাজারে এনেছিলেন। যদিও টুইটারের মালিকানা পরিবর্তন হওয়ার পর আবার এই সাইটে ফিরেছেন ট্রাম্প।