আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার স্মৃতি ভুলে আবার মাঠে ফিরছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে গ্রুপপর্বও পেরোতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপের পর কিছুদিন বিরতি পেয়েছিলেন ক্রিকেটাররা। তবে চলতি মাসে আবার মাঠে ফিরবেন তারা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলতে এই মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
রোববার (৩ নভেম্বর) এই সিরিজ দুটির সময়সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের সব ম্যাচ হবে দিনের আলোয়। এর মধ্যে মিরপুরের হোম অব ক্রিকেটে হবে ওয়ানডে সিরিজ, আর কুড়ি ওভারের সিরিজের ভেন্যু সিলেট।
ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টির জন্য দুই দল উড়াল দেবে সিলেটে। সেখানে ৫ ডিসেম্বর, ৭ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর হবে কুড়ি ওভারের সিরিজ। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২ টায়।