Home বিনোদন মৌসুমীর জন্মদিনে কেন পাশে নেই ওমর সানী
নভেম্বর ৩, ২০২৪

মৌসুমীর জন্মদিনে কেন পাশে নেই ওমর সানী

অভিনয়জীবনের দুই যুগ পার করেছেন চিত্রনায়িকা মৌসুমী। আজ ৩ নভেম্বর দেশের চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। এই দিনে তাঁর পাশে নেই স্বামী ওমর সানী ও সন্তান ফারদিন এহসান স্বাধীন। তাই স্বামী ও সন্তানকে মিস করবেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা।

ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’ আরিফা জামান মৌসুমীর আজ ৫১তম জন্মদিন। প্রথম দিকে চলচ্চিত্রে যখন অভিনয় শুরু করেন, তখন ফেসবুক ছিল না। বিশেষ দিনে তাই শুভেচ্ছা জানাতে ভক্তরা চিঠি লিখত, ফুল আর চকলেট পাঠাতেন। এখন ফেসবুকে অনেক লেখালেখি হয়। এই প্রসঙ্গে মৌসুমী জানালেন, সময়ের সঙ্গে সব পরিবর্তন হয়। আর এই পরিবর্তন সবাইকে মেনে নিতে হবে।

কথায় কথায় মৌসুমী বলেন, ‘আমরা এখন নতুন অনেক কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছি। তার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম অন্যতম। ফেসবুকে বিশেষ এই দিনে নানা কিছু লেখা হয়। এমন সব স্মৃতি উসকে দেয়, যা অকল্পনীয়। যখন ফেসবুকে নানা ধরনের লেখা ও পুরোনো ছবির স্টিল, ক্লিপিংস দেখি, নস্টালজিক হই।

ওমরসানী ও মৌসুমী। ছবি : সংগৃহীত
ওমরসানী ও মৌসুমী।

আবেগতাড়িত করে। ভাবতে থাকি, মানুষ কত ব্যস্ত, তারপরও নিজে থেকে মনে করে আমাকে নিয়ে লিখছে, এ তো পরম প্রাপ্তি। অনেক লেখা আছে হৃদয় নাড়িয়ে যায়। পত্রপত্রিকা ও টেলিভিশনে এই দিনে লেখা হয় এবং বিশেষ অনুষ্ঠান প্রচার করে। শিল্পী হিসেবে এসব তো আশীর্বাদ।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। তাই এবারের জন্মদিনও সেখানে উদ্‌যাপন করতে হচ্ছে। তবে দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই তাঁর। মৌসুমীর জন্মদিন উপলক্ষে ওমর সানী জানালেন, কাজ শেষ করে শিগগিরই দেশে ফিরবেন মৌসুমী। জন্মদিনে তাঁকে পাশে না পেয়ে মন খারাপ। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।

গত বছরের অক্টোবরে সেখানে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমীর। আপাতত দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা। মূলত যুক্তরাষ্ট্রে  স্থায়ী হতেই সেখানে আছেন। গ্রিনকার্ডের জন্য আবেদনও করেছেন তিনি।

জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই। মেয়ে ফাইজা সঙ্গে আছে। তার সঙ্গে কাটবে। হাতে সময় থাকলে ফাইজাকে নিয়ে ঘোরাঘুরি হবে। বাসায় নিজের হাতেই রান্না করতে চাই, কেকও বানানোর ইচ্ছা রয়েছে। ফাইজার নানি ও খালামণিও আছেন এখানে। সবাইকে নিয়ে জন্মদিনের আনন্দময় সময়টা নিজের মনের মতো করে কাটাতে চাই। খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এ মুহূর্তে সঙ্গে থাকলে সময়টা আরও অনেক বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত।’

মৌসুমী জানালেন, দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদ্‌যাপন খুব মিস করছেন। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *