Home দেশ-বিদেশের যু্দ্ধ ইসরায়েলি হামলায় একদিনে নিহত ২২০
অক্টোবর ৩০, ২০২৪

ইসরায়েলি হামলায় একদিনে নিহত ২২০

গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছেই না। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে লাশের সারি। দুই দেশে একদিনে আরও ২২০ জন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুই দেশে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনীর। এর মধ্যে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ১৪৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে।

এছাড়া লেবাননেও নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭৭ লেবানিজ নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, মঙ্গলবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৩২ জন উত্তর গাজায় নিহত হয়েছেন।

উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েল বিমান হামলা চালালে ১৩২ ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে নারী ও শিশু আছেন। আহত হয়েছেন অনেকে।

এখনো খোঁজ মিলছে না কয়েক ডজন মানুষের। তারা ভবনের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন বলে ধারণ করা হচ্ছে। হামলার শিকার হওয়া পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেছেন, হামলার পর আহত ব্যক্তিদের অনেককে হাসপাতালটিতে নেওয়া হয়েছে। হাসপাতালে যোগ দিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য সার্জনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে উত্তর গাজায় নতুন করে চারজন এবং দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা বেড়ে ৭৭৭ জনে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *