Home রাজনীতি ভিপি নুরের আসনে জনসংযোগে সহযোগিতার নির্দেশ বিএনপির
অক্টোবর ২৯, ২০২৪

ভিপি নুরের আসনে জনসংযোগে সহযোগিতার নির্দেশ বিএনপির

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

এই চিঠিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকে পড়েছেন বিভ্রান্তিতে। এই চিঠি প্রকাশ্যে আসার পর আগামী সংসদ নির্বাচনে এ আসনের দলীয় মনোনয়ন নিয়ে নতুন করে আবার আলোচনার সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ২২ অক্টোবরের এক পত্রে পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে জানানো হলেও তবে বিজ্ঞপ্তিটি ২৭ অক্টোবর প্রকাশ্যে আসে।

এই চিঠি নিয়ে পটুয়াখালী-৩ আসনের বিএনপির দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে চলছে তোলপাড়। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও এখানে বিএনপির মনোনয়ন নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। আগামী নির্বাচনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন- গণঅধিকার পরিষদ সভাপতি ভিপি নূর নাকি অন্য কেউ।

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশনা দিয়ে বলা হয়- ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সক্রিয় ভূমিকা পালন করেন। তাই নুরুল হক নুরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হলো।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে, সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্যও বলা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির এই চিঠি নিয়ে পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি প্রয়াত শাহজাহান খানের ছেলে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী মো. শিপলু খান যুগান্তরকে বলেন, এ চিঠি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন। ভিপি নুর জোটের গুরুত্বপূর্ণ নেতা। তাকে সহায়তার জন্য কেন্দ্র চিঠি দিতে পারে; কিন্তু ওই চিঠি মনোনয়ন প্রাপ্তিতে কোনো প্রভাব ফেলবে না।

অনেকে আবার ধারণা করছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে যোগদান করে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির মতো এবারও কি জোটের নেতা হিসেবে এই আসনে ভিপি নূর বিএনপির সমর্থন নিয়ে জোট প্রার্থী হচ্ছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টি বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা পেয়েছি, ওই আসনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের অবহিত করা হয়েছে।

জানা যায়, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শক্ত অবস্থানে রয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন। তবে নুরুল হক নুরের বাড়িও এ আসনে হওয়ায় আগামী সংসদ নির্বাচনে হাসান মামুন ও নূরের মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা।

বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের জোট হলে জোটের মনোনয়ন বাগিয়ে নিতে পারেন নূর- এ কারণে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মী মনে করেন, স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বিরোধে না জড়াতেই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেন, সব এলাকায় কেন্দ্র থেকে জোটের নেতাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। মূলত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জোটের নেতারা কমপ্লেইন করেছেন, তাদের অসহযোগিতা করা হচ্ছে। তাই তাদের সহযোগিতা করার জন্য এ নির্দেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *