Home সারাদেশ নলছিটিতে তরুনদের সংগঠন ‘তারুণ্যের নলছিটি’র পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন।
অক্টোবর ২৮, ২০২৪

নলছিটিতে তরুনদের সংগঠন ‘তারুণ্যের নলছিটি’র পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:
নলছিটি সংবাদদাতা: তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনব্যাপী উদযাপন করেছে। আজ নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন কর্মসূচি ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস জনাব শেখ নেয়ামুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সেলিমের মা সেলিনা বেগম, নলছিটি থানার অফিসার ইনচার্জ জনাব আবদুস সালাম, ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম আকন, ভলান্টিয়ার্স অফ নলছিটি’র আহ্বায়ক শাহাদাত হোসেন ফকির, ইসলামি আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি শাহজালাল হোসাইন জিহাদী, এবং নলছিটি থানার সেকেন্ড অফিসার জনাব মোঃ শহীদুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত। এ সময় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান তাহমিদ, ওসমান গনি রেসানী, লিমন হোসেন, সানজিদা আক্তার এবং মিরাজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান আয়োজনে ছিল আলোচনা সভা, স্মারক ম্যাগাজিন ‘তারুণ্যের দর্পণ’ মোড়ক উন্মোচন, প্রদর্শনী, বর্ণাঢ্য শোভাযাত্রা, বার্ষিক সাধারণ সভা ও সাংগঠনিক কর্মশালা, এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ আয়োজনের মাধ্যমে তরুণদের মাঝে সৃজনশীলতা ও সামাজিক দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে তরুণদের নেতৃত্বে এগিয়ে চলছে, এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা তরুণদের আরও সম্পৃক্ত ও উৎসাহিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *