Home দেশ-বিদেশের যু্দ্ধ ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ১০ পুলিশ
অক্টোবর ২৬, ২০২৪

ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ১০ পুলিশ

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান প্রদেশ ও বালুচিস্তানে শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তা তাসনিম নিউজকে জানান, শনিবার দুপুরে তাফতান কাউন্টির গোহারকুহ অঞ্চলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন প্রয়োগকারী কমান্ডের (ফারাজা) একটি টহল ইউনিট হামলার শিকার হয়।

সশস্ত্র হামলাকারীরা টহল ইউনিটে গুলি চালায়। এতে পুলিশের ১০ সদস্য নিহত হন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি জানিয়েছেন, সন্ত্রাসীদের শনাক্তে ইতোমধ্যেই হামলার তদন্ত শুরু হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে কুখ্যাত জইশ আল-আদল (ইরানে জইশ আল-ধুলম নামে পরিচিত) সন্ত্রাসী গোষ্ঠী সিস্তান এবং বালুচিস্তান প্রদেশের রাস্ক শহরের একটি পুলিশ স্টেশনে এমন হামলা চালায়। ওই হামলায় ১ জন ইরানি পুলিশ শহিদ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *