Home রাজনীতি নারী-পুরুষের অধিকারের প্রশ্নে যা বললেন জামায়াত আমির
অক্টোবর ২৩, ২০২৪

নারী-পুরুষের অধিকারের প্রশ্নে যা বললেন জামায়াত আমির

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়- ইসলামী আইন অনুযায়ী সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের অংশ নিয়ে।

এ ব্যাপারে শফিকুর রহমান বলেন, ইসলাম এটা বলেছে কেন? কারণ পরিবারের পূর্ণ দায়-দায়িত্ব স্বামীর। স্ত্রীর না। স্বামীরও ব্যবসা আছে, স্ত্রীরও আছে। স্ত্রীর কাছ থেকে এক টাকা নিয়েও পুরুষ লোকটি দাবি করে খরচ করতে পারবে না সংসারের জন্য। পূর্ণ দায়-দায়িত্ব পুরুষ লোকটির, স্বামীর। অতএব, শতভাগ (দায়িত্ব) এসে যাচ্ছে তার কাঁধে। রিস্ক হোক, গেইন হোক, সবকিছু পুরুষের।

তিনি আরও বলেন, একজন পুরুষ তার শ্বশুর বাড়িতে সম্পত্তিতে কোনো হকদার না। সে যা পাবে তার বাবার সম্পত্তি থেকে। কিন্তু একজন নারীর বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু বাবার বাড়িতেও তিনি পান। আবার স্বামীর সম্পত্তিতেও বৈধ অধিকার আছে। গড়ে একজন নারী কোনো অংশেই পুরুষের চেয়ে কম পায় না। বরং কিছু অংশে বেশি পায়। এটাও প্রপার জাস্টিস। এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই।

জামায়াত আমির আরও বলেন, কোনো কোনো ধর্মে কিন্তু নারীদের কোনো অধিকারই নেই সম্পত্তিতে। এটা খুবই দুঃখজনক। একই মায়ের সন্তান, তার কোনো অধিকার থাকবে না, এটা কেমন কথা? তার একটা জাস্টিস পাওয়ার অধিকার আছে না? সে (নারী) ইনহেরিট করে তার মা-বাবাকে। সে কেন ডিপ্রাইভড হবে? সেটাও ভাবার বিষয়। ইসলাম এত ব্যালেন্সড, কোনো জায়গায় কোনো লুপহোল নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *