টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট সংস্কারের উদ্যোগ নিচ্ছে আইসিসি
ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টের আবেদন দিনকে দিন কমেই চলেছে। ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজে মাঠে দর্শকখরা চোখে পড়ার মতো। এশিয়ার দেশগুলোতে যেখানে ক্রিকেট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়, সেখানেও টেস্ট ক্রিকেটের বাজার পড়তি। তাই টেস্ট ক্রিকেটের আবেদন বাড়াতে নতুন কিছু উদ্যোগ গ্রহণের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাতে দিবারাত্রির টেস্ট ম্যাচ বাড়ানোর দিকে জোর দেওয়া হবে। গোলাপি বলে যেন আরও বেশি টেস্ট ম্যাচ খেলা হয় সেদিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে আইসিসির একটি সূত্র।
এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও কিছু পরিবর্তন আনতে চায় আইসিসি। এখন ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া নিয়মিত তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে থাকে। তবে সামনে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা, বাংলাদেশের মতো দেশগুলোকেও দুই টেস্টের বদলে তিন টেস্টের সিরিজ খেলার সুযোগ করে দেবে আইসিসি। এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে আশাবাদ তাদের।
এছাড়া ওয়ানডে ক্রিকেটে শুরু থেকে দুটি নতুন বল ব্যবহারের সুবিধাকে ২৫ ওভার পর্যন্ত সীমিত করার কথা ভাবছে আইসিসি। এতে করে ইনিংসের দ্বিতীয় ভাগে পুরোনো বল ব্যবহৃত হবে। এর মাধ্যমে রিভার্স সুইং এবং ফিঙ্গার স্পিনারদের প্রভাব বাড়বে বল মনে করছে আইসিসির ওই সূত্র।
তবে এসব নতুন উদ্যোগের ব্যাপারে এখনো আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।