Home রাজনীতি রাষ্ট্রপতির চেয়ারে বসে গণঅভ্যুত্থানবিরোধী চক্রান্তের সুযোগ নেই: ব্যারিস্টার ফুয়াদ
অক্টোবর ২২, ২০২৪

রাষ্ট্রপতির চেয়ারে বসে গণঅভ্যুত্থানবিরোধী চক্রান্তের সুযোগ নেই: ব্যারিস্টার ফুয়াদ

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় শত্রু চিহ্নিত করে ফেলেছে। এ দেশের চিহ্নিত জাতীয় শত্রু হচ্ছে- ভারত ও আওয়ামী লীগ। খুনি হাসিনার অন্যতম দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতির চেয়ারে বসে গণঅভ্যুত্থানবিরোধী চক্রান্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মঙ্গলবার অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে এবি যুবপার্টি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এবি যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, আব্দুল বাসেত মারজান ও মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন। গণঅভ্যুত্থানে গণভবন ছেড়ে পালিয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আইডল শেখ হাসিনা। এখন এই অবৈধ রাষ্ট্রপতি পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র খুঁজছেন। তার সব মন্তব্য ও প্রচেষ্টা পতিত ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরদের রক্ষা ও পূনর্বাসন করা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, চিহ্নিত জাতীয় শত্রুদের কেউ পুনর্বাসন করার দুঃসাহস দেখালে শহিদ আবু সাঈদ, মুগ্ধর অনুসারীরা আবার জীবন দেবে রক্ত দেবে কিন্তু তাদের পুনর্বাসনের কোনো সুযোগ দেবেনা। জনগণ কিভাবে দেশকে, স্বাধীনতাকে রক্ষা করতে হয় তা জীবন দিয়ে শিখে ফেলেছে। এই দেশ নিয়ে আর কাউকে চক্রান্ত করার সুযোগ দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, স্বৈরাচার ও খুনির দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা আর এক মিনিটও বঙ্গভবনে দেখতে চাইনা। শহিদের রক্তের দাগ না শুকাতেই যারা চক্রান্ত শুরু করেছে তাদের চেয়ারে বসে আরাম আয়েশ করার সুযোগ নাই। তার স্থান কারাগার।

বিশেষ অতিথির বক্তব্যে এবিএম খালিদ হাসান বলেন, দেশের মানুষ যখন শহিদদের লাশ এখনো কবর দিচ্ছে এরমধ্যেই গণ দুষমন আওয়ামী লীগ নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা এই সাহস পাচ্ছে খুনি হাসিনার দোসর এই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্য। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন- এবি যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জেল হোসেন রমিজ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মাহমুদ আযাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা।

উপস্থিত ছিলেন- এবি পার্টির সহকারী সদস্য সচিব সেলিম খান, গাজী নাসির, আব্দুল হালিম নান্নু, শফিউল বাশার,  ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, ঢাকা মহানগর উত্তর যুবপার্টির আহবায়ক ইঞ্জিয়ার কৌশিক আহমেদ, নাসির উদ্দিন গালিব, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান, রাশেদুল ইসলাম, পল্টন থানার আহবায়ক ইমরান হোসেন শিবলুসহ এবি যুবপার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *