হানিয়া আমিরকে বিয়ে নিয়ে পরামর্শ দিলেন ইমরানের প্রাক্তন স্ত্রী
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সৌন্দর্য এবং অভিনয়গুণে উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। হানিয়ার কাজের বড় ভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। হানিয়ার সঙ্গে ‘জানান’ নামে একটি সিনেমায়ও কাজ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হানিয়ার প্রসঙ্গে কথা উঠলে রেহাম তাকে ক্যারিয়ারে শতভাগ মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এখনই বিয়ে নিয়ে ভাবতে নিষেধ করে রেহাম বলেছেন, ‘এই মুহূর্তে হানিয়ার একেবারেই বিয়ে নিয়ে ভাবা উচিৎ নয়। হানিয়ার মতো প্রতিভা খুব বেশি নেই।’
হানিয়া পরিশ্রম চালিয়ে গেলে ভবিষ্যতে বলিউডেও নিজের নাম প্রতিষ্ঠিত করতে পারবেন বলে সে সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেন রেহাম।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘তিতলি’ নামের একটি নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক হয় হানিয়া আমিরের। এর বছরখানেক আগেই ‘জানান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন ২৭ বছর বয়সি হানিয়া।