Home রাজনীতি আ.লীগসহ ১৪ দলকে নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ পার্থর
অক্টোবর ২০, ২০২৪

আ.লীগসহ ১৪ দলকে নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ পার্থর

গণহত্যার বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে দলটির সভাপতি আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের এই কথা জানান।

বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।

বিজেপি সভাপতি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি গণহত্যার দায়ে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছি।’

পার্থ বলেন, ‘নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি। এমন কোনো সংস্কার হওয়া উচিৎ নয়, যেটা মনে হবে এটা নির্বাচিত সরকারের করা উচিত। বিগত তিন নির্বাচনের ব্যাপারে কোনো স্টেপ নেয়া যায় কি না, সেটাও দেখার পরামর্শ দিয়েছি।’

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি দল ও বাংলাদেশ লেবার পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *