Home বিনোদন বর সাজে রণবীর, আলিয়ার সঙ্গে বিচ্ছেদ নয়তো?
অক্টোবর ১৪, ২০২৪

বর সাজে রণবীর, আলিয়ার সঙ্গে বিচ্ছেদ নয়তো?

বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে সোমবার ফের বর সাজে দেখা গেছে। তাহলে কি ফের বিয়ের পিড়িতে বসছেন রণবীর। বিচ্ছেদ হয়েছে আলিয়া-রণবীরের সংসারে?

আসলে বিষয়টি ঠিক তার উল্টো। শীতকালীন এক ফ্যাশন শোতে বর সাজতে হয়েছিল রণবীরকে। যেখানে একটি হাতির দাঁতের শেরওয়ানি পরিহিত অবস্থায় বর সাজে ভিনটেজ গাড়িতে করে গ্র্যান্ড এন্ট্রি নেন রণবীর। বর সাজে বেশ খুশি দেখিয়েছে রণবীরকে। ঢোলের তালে নাচতেও দেখা গেছে তাকে।

রণবীর নিজেও যেন ফিরে গিয়েছিলেন আলিয়াকে বিয়ে করার সেই দিনটিতে। পরে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন রণবীর। জানিয়েছেন বর হিসেবে তার ভূমিকার কথা। এক্ষেত্রে অবশ্য স্ত্রী আলিয়ার প্রশংসা করেছেন তিনি।

রণবীর নিজের বিয়ে নিয়ে বলেন, ‘আমার স্ত্রী সবকিছুর পরিকল্পনা করেছিল। আমাকে কেবল তার নেতৃত্ব অনুসরণ করতে হয়েছিল। আমাদের বিয়ে শুধুমাত্র আমাদের বাড়িতেই হয়েছিল। তাই, এতটা ভিড় ছিল না। এবং এটি ছিল নিখুঁত বিয়ে।’

উল্লেখ্য, লম্বা সময় প্রেম করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল আলিয়াকে বিয়ে করেন রণবীর। এরপর সে বছরই নভেম্বর মাসে তাদের ঘরে আসে কন্যা সন্তান রাহা কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *