Home খেলা বিপিএলে দল পাননি যেসব তারকা
অক্টোবর ১৪, ২০২৪

বিপিএলে দল পাননি যেসব তারকা

সবকিছু ঠিক থাকলে ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আজ সোমবার হয়ে গেল টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের নিলাম।

নিলামে ছয় ক্যাটাগরিতে মোট ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে ৪৪০ জন এ আসরে খেলার আগ্রহ দেখান।

ড্রাফট শেষ হলেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দল পাননি। দেশি ক্রিকেটারের মধ্যে- মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, রুবেল ইসলাম, নাজমুল ইসলাম অপু ও শুভাগত হোমদের দল না পাওয়া খানিকটা অপ্রত্যাশিত।

মোসাদ্দেক একাধিক ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও সব আসরে নিয়মিত খেলেন তিনি। গত বিপিএলেও খেলেছেন এই অলরাউন্ডার। তবে এবারের আসরে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

টেস্ট ক্রিকেটে লম্বা সময় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন মুমিনুল হক। লাল বলের ক্রিকেটে এখনো দলের অপরিহার্য সদস্য। সর্বশেষ ভারত সিরিজেও দারুণ এক সেঞ্চুরি করেছেন। তবে দল পেলেন না বিপিএলে।

এক সময় তিন সংস্করণেই জাতীয় দলের অটো চয়েজ ছিলেন রুবেল হোসেন। ডানহাতি এই পেসার এখন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। তবে বিপিএলের মতো গ্ল্যামারাস আসরে দল পেলেন না এই তারকা পেসার।

বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপুকে নিতেও আগ্রহ দেখায়নি কোনো দল। যদিও বাংলাদেশের মতো কন্ডিশনে বেশ কার্যকরী এই স্পিনার। দল পাননি শুভাগত হোমও। গত আসরেও বিপিএলে খেলেছেন এই অলরাউন্ডার। তবে এবার তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

নিলামে দল না পেলেও অবিক্রীত খেলোয়াড়দের এখনই সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ফ্র্যাঞ্চাইজি মালিকরা ইচ্ছা করলে এখনো তাদের দলে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *