Home সারাদেশ মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
অক্টোবর ১৪, ২০২৪

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোহ সহনীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে (১৪ অক্টোবর সোমবার) বেলা ১০টায় উপজেলা চত্বরে র‌্যালী, সভাকক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের উপস্থাপনায় মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা। আলোচনা সভায় স্বাগত বক্তাব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব আহবায়ক এইচ এম শহিদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, প্রধান শিক্ষক মো. হারুন-অর রশীদ প্রমুখ।এছাড়াও সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা                     
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০
তারিখ-১৪.১০.২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *