Home রাজনীতি ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী
অক্টোবর ৯, ২০২৪

২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী

শেখ হাসিনার পতনের পর প্রথম বারের মতো দলীয় ব্যানারে রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ অক্টোবর সোমবার বেলা ২ টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি।

আজ বুধবার (৯ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি  ড.শফিকুল ইসলাম মাসুদ দৈনিক সংগ্রামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্ধারিত দিন ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐ দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে।

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে মৃত মানুষের সাথে পৈশাচিক আচরণ করে। শাহাদাত বরণ করেন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *