Home জাতীয় গণহত্যাকারীদের পুনর্বাসনের পথ খোলা হচ্ছে : আসিফ মাহমুদ
অক্টোবর ৩, ২০২৪

গণহত্যাকারীদের পুনর্বাসনের পথ খোলা হচ্ছে : আসিফ মাহমুদ

‘যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের পুনর্বাসনকারী হিসেবেই বিবেচনা করব’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং  শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ফ্যাসিবাদ ইস্যুতে এ কঠোর বার্তা দিয়েছেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের রক্ষা কর্তা হিসেবেই বিবেচনা করব। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নীচ কাজে লিপ্ত হয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই। এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরও এভাবেই মনে রাখা হবে।

নাৎসি পার্টির উদাহরণ টেনে আসিফ লিখেছেন, নাৎসি পার্টির ভবিষ্যৎ কী হয়েছিল? অথচ বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *