Home জাতীয় রিপোর্টে ‘ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা যাবে না’ প্রস্তাবনার সংশোধন দাবি
অক্টোবর ১, ২০২৪

রিপোর্টে ‘ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা যাবে না’ প্রস্তাবনার সংশোধন দাবি

স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২৪ এর খসড়ায় রেডিওলজি রিপোর্টে ‘ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা যাইবে না’ এমন প্রস্তবনার বিষয়ে সংশোধনীর দাবি জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি এন্ড ইমেজিং (বিএসআরআই) ও বাংলাদেশ টেলিরেডিওলজি এসোসিয়েশন (বিটিএ) নামের দুটি সংগঠন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. মিজানুর রহমান ও সেক্রেটারি অধ্যাপক মো. খলিলুর রহমান এ দাবি জানান।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৪ খসড়া প্রনয়ণ উপ কমিটি আহবায়ক ও অতিরিক্ত সচিব বরাবর একটি আবেদন করা হয়েছে। তারা বলছেন, আধুনিকায়ন চিকিৎসা ব্যবস্থায় টেলিরেডিওলজি প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল স্বাক্ষর দ্বারা রেডিওলজি রিপোর্ট প্রদান করার অনুমোদন প্রদান করা অত্যন্ত জরুরি। যা সংশোধন করা  না হলে এবং এই আইন বাস্তবায়ন হলে চিকিৎসা ব্যবস্থায় এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। একইসঙ্গে রোগ নির্ণয়ে রোগীর খরচ এবং সময় বৃদ্ধি পাবে এমনকি রোগীর চিকিৎসা ব্যবস্থায় তীব্র সংকট তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *