মুশফিকের বিদায়ে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ
দিনের প্রথম ১০ ওভারও উইকেটবিহীন থাকতে পারলো না বাংলাদেশ। আগের দুদিন খেলা ভেজা আউটফিল্ড এবং বৃষ্টির কারণে খেলা হয়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চতুর্থদিনে ব্যাটিংয়ে নামার সুযোগ পায় বাংলাদেশে।
কানপুরে আজ মুমিনুল হকের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু দ্রুতই মাঠ ছাড়তে হল অভিজ্ঞ মুশফিক। ৪১তম ওভারে জশপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়েছেন তিনি।
অফ স্টাম্পের কাছে ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন মুশফিক। কিন্তু সেটা স্টাম্পে আঘাত হানে। বলা যায় উইকেট উপহার দিলেন তিনি।
ব্যক্তিগত ৬ রানে দিনের খেলা শুরু করা মুশফিক আউট হওয়ার আগে করেছেন ৩২ বলে ১১ রান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ১২৮ রান। ১০০ বলে ৪০ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল। এছাড়া ১০ বলে ১২ রান নিয়ে ব্যাটিং করছেন লিটন দাস।