Home সারাদেশ নলছিটিতে ভন্ড পীর বাবা প্রতারক চক্রের খপ্পরে খোয়া গেলো শিক্ষিকার স্বর্ণালংকার।
সেপ্টেম্বর ২৮, ২০২৪

নলছিটিতে ভন্ড পীর বাবা প্রতারক চক্রের খপ্পরে খোয়া গেলো শিক্ষিকার স্বর্ণালংকার।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি )প্রতিনিধি:
ঝালকাঠির  নলছিটিতে দিন দুপুরে তিন ছিনতাইকারী ভন্ড পীর বাবার নাটক সাজিয়ে এক স্কুল শিক্ষিকার কানের স্বর্ণালংকার ছিনতাই করে নিয়েছে। শনিবার  ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭(সাত)টার দিকে উপজেলার মানপাশা গ্রামে এ ঘটনা ঘটে । ক্ষতিগ্রস্ত (ভিকটিম )শারমিন বেগম উপজেলার মানপাশা বাজারের কুশঙ্গল ইউনিয়ন কিন্ডারগার্টেনের  শিক্ষিকা।
তিনি জানান, এদিন সকাল সোয়া ৭টার দিকে মানপাশা গ্রামের তার বাবার বাড়ি থেকে কিন্ডারগার্টেন স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে সামনে থেকে বয়স্ক এক  ব্যক্তি তাকে সালাম দেন। তিনি সালামের উত্তর না দিয়ে হাঁটছিলেন। এ সময় পিছন থেকে  ওই ব্যক্তির সঙ্গে থাকা এক যুবক তার কাছে আসে। ওই যুবক শিক্ষিকাকে জিজ্ঞেস করে,
আপনি বাবার (ভন্ড বয়স্ক লোকটি)সালামের উত্তর দিলেন না। তিনি সিলেটের মাজারের পীর । আমাদের বাড়িতে এসেছিলেন। তার তদবিরে আমার এক ভাইয়ের প্যারালাইসিস ভালো হয়ে গেছে। আপনি নিয়ত করলে আপনার সব আশা বাবা পূরণ করে দিতে পারেন। এ সময় ওই যুবক  শিক্ষিকার পরিবারের সকল কিছু বিস্তারিত জানেন। এবং তার বাড়িতে এবং সঙ্গে কী আছে জানতে চান ।ওই  শিক্ষিকা সবকিছু তাদের কাছে খুলে বলেন। এক পর্যায়ে অর্থনৈতিক স্বচ্ছলতা  লাভের প্রতারণামূলক আশা দিয়ে শিক্ষিকার মুখমণ্ডলে ভন্ড বাবা জোরপূর্বক দুইবার ‘ফু ‘ দেন ।  এর পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ভন্ড পীর বাবা ও তার  সহযোগী যুবক শিক্ষিকার কানে থাকা নতুন বানানো স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এ সময় কিছুটা দূরে  ওই ছিনতাইকারী চক্রের অপর এক সহযোগী মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল।
ছিনতাই শেষে তারা দ্রুত ওই মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে ওই শিক্ষিকাকে উদ্ধার করে সুস্থ করেন। ছিনতাই হওয়া স্বর্ণের মূল্য ৫০(পঞ্চাশ) হাজার টাকা হবে বলে  শিক্ষিকা শারমিন বেগম দাবি করেন। তবে তিনি
ওই ছিনতাইকারীদের কাউকে চিনেন না বলে জানান।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, আমি এখনো এ ধরণের কোনো খবর পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *