Home সারাদেশ নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ।
সেপ্টেম্বর ২৬, ২০২৪

নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটির কুশঙ্গল ইউনিয়নের জামুরায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতের যে কোন সময়ে দুটি ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ঘের মালিক মাহবুবুর রহমান।
বিষক্রিয়া তার ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় তার বিশ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এমন গর্হিত কাজের জন্য এলাকার বিভিন্ন মহলের মানুষ ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা অতিদ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, স্থানীয় একটি মহলের সাথে আমার দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল তারাই একাজ করতে পারে। ঘটনার দিন তারা ঘেরের পাশে ঘোরাঘুরি করেছিলেন বলে আমি জানতে পেরেছি।
নলছিটি থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, বিষ দিয়ে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে, এখন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *