সমালোচনার জবাবে যা বললেন ঐশ্বরিয়া
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে তিনি বিশ্ব সুন্দরীর খেতাব পান। ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবিতে অভিনয়ের সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। এরপর তারা বিয়ে করেন। ২০১১ সালে মেয়ে আরাধ্যার জন্ম হয়।
গর্ভে সন্তানধারণের পরে স্বভাবতই তার ওজন বেড়ে গিয়েছিল। যে কারণে তাকে নিয়ে সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয়। তবে এ ধরনের কটাক্ষ তার ওপর কোন প্রভাব ফেলতে পারেনি।
অভিনেত্রী বলেছেন, ‘আমি বিরক্ত হইনি। সাধারণত বাস্তবে যা ঘটে থাকে, আমি আমার কন্যার সঙ্গে সেভাবেই সময় কাটাচ্ছিলাম; কিন্তু মানুষ নাটকীয়তা পছন্দ করে। সাধারণ বিষয় হয়তো পছন্দ হয়নি।’
অভিনেত্রীরা চান সন্তান জন্মের পরই ওজন কমিয়ে নিতে। কিন্তু এসবে মন নেই ঐশ্বরিয়ার। তার এ বিষয়টি উদ্বুদ্ধ করেছে অন্য নারীদের।
অভিনেত্রী জানান, অনেক নারী তাকে বলেছিলেন, ‘আপনি আমাদের অনেকটা আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’