Home সারাদেশ সাজেকে আটকে পড়েছে ৮ শতাধিক পর্যটক
সেপ্টেম্বর ২৩, ২০২৪

সাজেকে আটকে পড়েছে ৮ শতাধিক পর্যটক

তাজ কান্তি দে, খাগড়াছড়ি  জেলা প্রতিনিধি
অবরোধের কারণে সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আট শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

খাগড়াছড়িতে দুইপক্ষের সহিংসতার ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেন বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা।

এতে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সব যান চলাচল বন্ধ হয়ে যায়। যে কারণে সাজেকে শুক্রবার ঘুরতে যাওয়া পর্যটকরা ফিরতে পারেননি।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, অবরোধের কারণে সাজেকে আট শতাধিক পর্যটক আটকে পড়েছে। মূলত শুক্রবার খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন, তারাই সেখানে আটকা পড়েছেন। পরিস্থিতি ভালো হলে তাদের ফিরিয়ে আনা হবে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, অবরোধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় পর্যটকদের কোনো গাড়ি ছাড়া হয়নি। সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *