Home সারাদেশ নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।
সেপ্টেম্বর ২৩, ২০২৪

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার(২২ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসা সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এসময় তারা পৌর এলাকার কাঠেরপুল হইতে অনুরাগ বাজার সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সল্প সময়ের মধ্যে  সড়ক মেরামত করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এস.এম টুলু, এফ.এইচ রিভান,মো. হানিফ মল্লিক,সমাজকর্মী বালী তাইফুর রহমান,মো. শাওন হাওলাদার প্রমুখ।
এসময় তারা বলেন, আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন মাদ্রাসার শিক্ষার্থীসহ শতশত সাধারন জনতা চলাফেরা করে। খানাখন্দে ভরা এই সড়কে একজন সুস্থ মানুষই চলাফেরা করতে পারে না। সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। সড়কের অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না।
তারা আরও বলেণ, বার বার সড়ক মেরামতের বরাদ্দ করা হয় কিন্তু সেটা শুধু কাগজ কলমেই থাকে আমাদের সড়কের উপর একটি ইটও পরতে দেখি না। এখন আমরা অতিদ্রæত এই সমস্যার সমাধান চাই। ৮নং ওয়ার্ডবাসী অনেক দুর্ভোগ পোহাইছে আর কস্ট করতে চায় না। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা এই সড়কের জমে থাকা পানিতে নিজেদের পোশাক নষ্ট করে বিদ্যালয়ে হাজির হন। তাতে তাদের পাঠদানে বিঘ্ন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *