Home বানিজ্য ডিমের বাজারে আগুন, নির্দেশনা মানছে না কেউই
সেপ্টেম্বর ২১, ২০২৪

ডিমের বাজারে আগুন, নির্দেশনা মানছে না কেউই

রাজধানীর বাজারে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ডিম। বাজারে দেখা গেছে, ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৬৫ টাকায়, যা সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে ২৩ টাকা বেশি।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, হাতিরপুল, ধানমণ্ডি ও মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় ডিম ও মুরগি বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। তবে সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এছাড়া প্রতি কেজি করলা ৫০ টাকা, কচু ৫০ টাকা, সিম ২০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ৫৫ টাকা, রসুন ২০০ টাকা, পেঁয়াজ ১১০ ও আদা ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি শুকনা মরিচ ৩৮০ টাকা, হলুদ ৩৪০ ও জিরা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭৫ টাকা করে, যা নির্ধারণ করে দেওয়া দামের তুলনায় ৫ টাকা কম। এছাড়া পাড়া-মহল্লার কোথাও কোথাও ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকার সম্প্রতি কেজিপ্রতি ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে ১৬৮ টাকা ৯১ পয়সা ও পাইকারি পর্যায়ে ১৭২ টাকা ৬১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করেছে।

এছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। খাসির মাংস ১০৫০ টাকা থেকে ১১০০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।

অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা এক কেজি বা এক কেজি ১০০-২০০ গ্রাম বেশি ওজনের ইলিশ বিক্রি করছেন ১৬৫০ থেকে ১৭০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *