Home সারাদেশ খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে বাজারে আগুন, পুড়েছে ৮০ দোকান
সেপ্টেম্বর ২১, ২০২৪

খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে বাজারে আগুন, পুড়েছে ৮০ দোকান

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে ৮০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালার লারমা স্কয়ারে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে কি কারণে ঘটনার সূত্রপাত সে বিষয়ে প্রশাসনের কেউ কিছু জানাতে পারেনি। সংর্ঘষ চলাকালে কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ শোনা যায়।স্থানীয়রা জানান, লারমা স্কয়ার এলাকায় বৃহস্পতিবার বিকেলে গত বুধবার খাগড়াছড়ি সদরে নিহত মামুন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ চলছিল। বিক্ষোভের এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা লারমা স্কয়ার এলাকায় অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, আগুনে ৮০টির মতো দোকান পুড়ে গেছে।সংঘর্ষের ঘটনায় ১০ জনের মতো আহতের খবর পাওয়া গেছে এবং আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে।

দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ জানান, পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *