Home জাতীয় ‘স্বৈরাচারদের এমন কঠোর শাস্তি দিতে হবে যেন নিদর্শন হয়ে থাকে’
সেপ্টেম্বর ১৮, ২০২৪

‘স্বৈরাচারদের এমন কঠোর শাস্তি দিতে হবে যেন নিদর্শন হয়ে থাকে’

তথ্য ও সম্প্রচার  ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, স্বৈরাচারদের প্রতি উদারতা দেখানোর কোনো প্রশ্নই আসে না। বরং পৃথিবীর বুকে নিদর্শন হয়ে থাকে এমন কঠোর শাস্তি তাদের দিতে হবে।

বুধবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন কথা বলেন তিনি।

তার পোস্টের কমেন্টবক্সে মোহাইমিন পাটোয়ারী নামের একজন লেখেন, আজকের দিনে পড়া সেরা পোস্ট এইটা। এমন স্পিরিট দেখতে চাই আপনার মাঝে। এই স্পিরিটের জন্যই মানুষ আপনাদের ফলো করেছে এবং এটাই দেখতে চায় বার বার।

মুহিবুল্লাহ সিফাত লিখেছেন, খুনিদের সঙ্গে আবার কিসের আপস। আপস করলে গরিব মেহনতি মানুষের সঙ্গে।

মো. মিলাদ লিখেছেন, আপনাদের ৬ সমন্বয়কের মধ্যে থেকে যেকোনো একজনের কাছ থেকে এমন একটা পোস্ট আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে পেলাম। এই এতদিনের মধ্যে সবচেয়ে স্বস্তির একটা পোস্ট। সঙ্গে একটি লাভ রিয়্যাক্ট জুড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *