Home খেলা ভারত সফর সামনে রেখে ঢাকায় ফিরছেন হাথুরু
সেপ্টেম্বর ১৪, ২০২৪

ভারত সফর সামনে রেখে ঢাকায় ফিরছেন হাথুরু

টেস্ট ইতিহাসে বাংলাদেশকে অন্যতম সেরা সাফল্য এনে দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাকিস্তানকে তাদের মাটিতে ২-০তে টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এমন সাফল্যের পরও প্রশ্ন ছিল ভারত সিরিজে প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের থাকা নিয়ে। সেই প্রশ্নের ইতি ঘটতে যাচ্ছে এবার। আসন্ন ভারত সিরিজ সামনে রেখে রাতেই দেশে ফেরার কথা রয়েছে হাথুরুর।

এর আগে, বিসিবির বর্তমান বোর্ডপ্রধান ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের প্রথম মিটিংয়েই পরিষ্কার জানিয়ে দেন, হাথুরুকে কোচ হিসেবে চান না তিনি। আর তাতে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের কোচ হিসেবে হাথুরু ভবিষ্যৎ। যদিও পাকিস্তান সিরিজে হাথুরু জানিয়েছিলেন, নিজের মেয়াদ শেষ করতে চান তিনি। আর এ ব্যাপারে বর্তমান বোর্ডের সঙ্গে কথাও বলতে চান তিনি।

এরপর পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করায় হাথুরুকে নিয়ে আগের সেই প্রেক্ষাপটে বদল এসেছে। বাংলাদেশে ফিরে পুনরায় অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরলেও এবার ফের ভারত সিরিজ সামনে রেখে ঢাকায় ফিরছেন লংকান এই মাস্টারমাইন্ড। তার অধীনেই ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল।

হাথুরু ছাড়া বাকি বিদেশি কোচরা অবশ্য এরইমধ্যে ঢাকায় চলে এসেছেন। অন্যদিকে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করছেন দেশি কোচিং স্টাফের অধীনে। এখন হাথুরু আসলে পূর্ণ হবে কোচিং প্যানেল। আর তখনই ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। রোববার ভারতের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের।

উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুদল। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। টেস্ট সিরিজ শেষে ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *