Home খেলা বাংলাদেশ-ভারত ম্যাচে বিশৃঙ্খলার হুমকি হিন্দু মহাসভার
সেপ্টেম্বর ৭, ২০২৪

বাংলাদেশ-ভারত ম্যাচে বিশৃঙ্খলার হুমকি হিন্দু মহাসভার

দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলবেন নাজমুল হোসেন শান্তরা, দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। আর এই দ্বিতীয় টেস্ট ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়েছে কট্টরপন্থী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানায়, কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ঘিরে হিন্দু মহাসভার হুমকির বিষয়টি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

এর আগে ৬ অক্টোবর গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দেয় কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভা। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ তখন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে…মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত–বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’

এদিকে হিন্দু মহাসভার হুমকির কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু বদলে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। কানপুরের বিকল্প ভেন্যু হিসেবে ইন্দোরের কথা ভাবা হচ্ছে। যদিও ভেন্যু বদলের ভাবনায় বিষয়ে বিসিসিআই এখনো কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *