ঝালকাঠিতে সাবেক সাংসদ আমির হোসেন আমু,শাহজাহান ওমরের নামে মামলা।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি)প্রতিনিধি :
ঝালকাঠিতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তমসহ ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে।আদালত অভিযোগ টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রভাবশালী এই দুই নেতা আত্মগোপনে রয়েছেন।