Home খেলা কক্সবাজারে বিকল্প স্থানে হবে বাফুফের সেন্টার
সেপ্টেম্বর ২, ২০২৪

কক্সবাজারে বিকল্প স্থানে হবে বাফুফের সেন্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনের পরিবর্তে বিকল্প স্থানে ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংরক্ষিত বনের ২০ একর জায়গার পরিবর্তে, রামুর ধলিরছড়ায় ১৯.১ একর পরিত্যক্ত জমিতে সেন্টারটি স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১ সেপ্টেম্বর পত্র দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

উক্ত সংরক্ষিত বনের বিকল্প কোনো স্থানে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য পরিবেশ উপদষ্টো যুব ও ক্রীড়া উপদষ্টোকে পত্র দিলে তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশি্লষ্টদের নির্দেশনা প্রদান করেন।

৪৭১০ দশমিক ৬৪ একরের সংরক্ষিত এই পাহাড়ি শ্রেণির বনভূমির প্রস্তাবিত স্থানে বিভিন্ন সময়ে বাগান এবং সামাজিক বনায়ন করা হয়েছে। বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণ হলে এশিয়ান বন্যহাতির বিচরণক্ষেত্র, বন, বন্যপ্রাণী এবং জীববৈচিতর্্য ধ্বংস হবে। পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *