Home খেলা ‘তামিম নিজেই সিদ্ধান্ত নেবে বোর্ডে আসবে না খেলবে’
আগস্ট ২৭, ২০২৪

‘তামিম নিজেই সিদ্ধান্ত নেবে বোর্ডে আসবে না খেলবে’

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, তামিম ইকবাল নিজেই সিদ্ধান্ত নেবে। সে বোর্ডে আসবে না খেলবে।

গত বুধবার সংবাদ সম্মেলনে আকরাম খান জানিয়েছেন, তামিমের সামনে দুটি পথই খোলা আছে (বোর্ডে আসা অথবা খেলা)। একই প্রশ্নে আজ মিরপুরে আকরাম সংবাদমাধ্যমে বলেন, ‘এখনো তো সে (তামিম) খেলছে। আমি চাই যে খেলোয়াড় খেলুক, ভালো খেলুক। তবে আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই তার সিদ্ধান্ত যে সে বোর্ডে আসবে না খেলবে।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। বিসিবিকে এরই মধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েও আকরাম পরিষ্কার কিছু বলেননি, ‘এখনো কোনো আইনি নোটিশ পায়নি বিসিবি। এটা পেলে হয়তো আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব।’

বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ। সেদিনই যুব ও ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর শেরেবাংলা ঘুরিয়ে দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তামিম। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বাঁহাতি ওপেনারের উপস্থিতি নিয়েও অবশ্য নানা আলোচনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *