জন্মাষ্টমীতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক
জুবায়ের হোসাইন, হিলি:
সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ( ২৬ আগস্ট ) সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের তথ্য মতে, “বাংলাদেশ ও ভারতে সরকারি ছুটি থাকায় আজ বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার ( ২৬ আগস্ট ) থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম জানিয়েছেন, “জন্মাষ্টমী উপলক্ষে যদিও আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে, তবে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে”।
উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দৈনিক বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে ধর্মীয় উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই বন্দর বন্ধ রাখা হয়েছে।