মরিচের দামে ঝড়: হিলি বাজারে কেজি ১৬০ টাকায় মিলছে মরিচ
জুবায়ের হোসাইন, হিলি:
দিনাজপুর, ২৫ আগস্ট: দিনাজপুরের হিলি বাজারে তিনদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৬০ টাকা পর্যন্ত কমেছে। ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচের দাম এখন প্রকারভেদে কেজিতে ১৬০ টাকায় নেমে এসেছে, যা আগে ছিল ২২০ টাকা। দাম কমায় খুশি সাধারণ ক্রেতারা।
রবিবার ( ১৫ আগস্ট ) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা গেছে, গত তিনদিন আগে ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচের দাম আজ অনেক কমে গেছে। দেশি কাঁচা মরিচের অভাবে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি পাওয়াই দাম কমার প্রধান কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আনোয়ার নামে এক ক্রেতা জানান, কয়েকদিন আগে তিনি কাঁচা মরিচ কিনেছিলেন ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে। আজ তিনি ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছেন। তিনি বলেন, ‘দাম অনেকটা কমে গেছে। তবে আগের যে ৪০ থেকে ৬০ টাকা কেজি ছিল, ওইরকম দাম হলে ভাল হতো’।
হিলি বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব খান জানান, এক সপ্তাহ আগে দেশি কাঁচা মরিচের দাম ২৮০ থেকে ৩০০ টাকা কেজি এবং ভারতীয় কাঁচা মরিচের দাম ২২০ থেকে ২৫০ টাকা কেজি ছিল। বর্তমানে দেশি কাঁচা মরিচের আমদানি না থাকলেও ভারতীয় কাঁচা মরিচ পর্যাপ্ত পরিমাণে আমদানি হচ্ছে। ফলে দাম কমে গেছে। তিনি বলেন, “আমরা ভারতীয় কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি হিসাবে খুচরা বিক্রি করছি’।
হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৬৬ ট্রাকে ৬০১ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে।