Home সারাদেশ হিলিতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ
আগস্ট ১৭, ২০২৪

হিলিতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ

জুবায়ের হোসাইন, হিলি(দিনাজপুর):
আজ, বুধবার ১৪ই আগস্ট, বিকেল ৫ ঘটিকায় ‘দিনাজপুরের হিলিতে বিএনপি নেতাকর্মীরা’ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেন’। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো দিয়ে চলে শহরের কেন্দ্রীয় মোড়ে গিয়ে শেষ হয়।
‘বিক্ষোভকারীরা হাতে ব্যানার ধারণ করে’ “শেখ হাসিনার বিচার চাই” এবং “গণতন্ত্র রক্ষা করো” স্লোগান তুলে তাদের দাবি জানান। সমাবেশে বিএনপি নেতারা শেখ হাসিনার সময়ে গৃহীত নীতি ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে তাঁর বিচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। নেতারা জনগণের অধিকারের সুরক্ষা এবং আইনের প্রতি আস্থার গুরুত্ব তুলে ধরেন।
মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং রাস্তা চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। প্রতিবাদকারীরা তাদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে আজকের কর্মসূচি সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *