Home রাজনীতি ১৫ আগস্টের ঘটনা নিয়ে কাদের সিদ্দিকীসহ আহতদের উদ্দেশ্যে যা বললেন জয়
আগস্ট ১৭, ২০২৪

১৫ আগস্টের ঘটনা নিয়ে কাদের সিদ্দিকীসহ আহতদের উদ্দেশ্যে যা বললেন জয়

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি।

সজীব ওয়াজেদ বলেন, যারা শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।

শোক দিবস পালনের জন্য যারা আজ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই।

তিনি বলেন, আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন, জাতির পিতা এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

এ দিনে শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে। কাদের সিদ্দিকীসহ যারা হামলায় আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার সমবেদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *