সম্প্রীতির বার্তা দিতে নলছিটিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি (ঝালকাঠি):
নলছিটি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে আজ শহরের প্রাণ কেন্দ্রে ‘সম্প্রীতির মিছিল’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের প্রধান উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া, সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্রে রুখে দাঁড়ানো এবং দেশের উন্নতির জন্য একসাথে কাজ করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা। মিছিলটি শহরের বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে প্রতিজ্ঞা করেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবো, দাঙ্গা-হাঙ্গামা লুটপাট নয়, নতুন ভাবে নলছিটি উপজেলা গড়বো। তারা আরও বলেন, আমাদের লক্ষ্য হলো একটি বৈষম্য -মুক্ত সমাজ তৈরি করা, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসাথে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে পারবে।
মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওসমান বিন হাদী, খালেদ সাইফুল্লাহ, মেহরাব হোসেন রিফাত, ওসমান গনি রেসানী, তাহমিদ, রায়হান, রাজিব মল্লিক, দ্বীপ, রুম্মান প্রমুখ। তারা সকলের প্রতি আহ্বান জানান, “আমরা প্রতিহিংসা, চাঁদাবাজি ও মাদকমুক্ত নলছিটি গড়বো, যেখানে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।”
মোঃ খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় বিজয় উল্লাস চত্বরে মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আমরা এই মিছিলের মাধ্যমে সকলকে অভয় দিতে চাই যে, আমাদের লক্ষ্য হিংসা বা বিদ্বেষ নয়, বরং একটি মানবিক এবং কল্যাণমুখী নলছিটি গঠন। আমরা একসাথে মিলে একটি নতুন, উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো। স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়ে নতুন করে কাউকে স্বৈরাচারী করতে দেওয়া হবে না, নলছিটিতে কোন চাঁদাবাজি চলবে না, লুটতারাজ ও সংখ্যালঘুদের ওপারে হামলা হলে তা প্রতিহত করা হবে। সাধারণ শিক্ষার্থীরা একটি বৈষম্যক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, নলছিটি শহরকেও সেভাবে সাজানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বলে ঘোষণা করেন। নতুন কর্মসূচি ও মন্দিরে মন্দিরে পাহারা এবং লুটপাট প্রতিহিংসা রুখে দিতে জরুরী যোগাযোগের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কমিটি করার ঘোষণা দেন।