নলছিটিতে হতদরিদ্র পরিবারের মাঝে বিণামূল্যে ছাগল বিতরন।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি, (ঝালকাঠি) প্রতিনিধিঃ
মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটি’র উদ্যোগে বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২ টায় ছাগল বিতরন করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অথার্য়নে ও মিতু সেতু এডুকেশন এন্ড চেরিট্যাবেল সোসাইটির সহায়তায় মোল্লারহাট ইউনিয়নের ১৮ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩৬ টি ছাগল প্রদান করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আকন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার, সাংবাদিক মোঃ আমির হোসেন, এইচএম সিজার, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ জাকির হোসেন প্রমুখ।
বিতরণ অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের ছাগল পালনের নানা বিষয়ে প্রশিক্ণ প্রদান করা হয়।