Home জাতীয় বিভিন্ন দেশে প্রবাসী গ্রেফতার, যা বললেন তথ্য প্রতিমন্ত্রী
জুলাই ২৮, ২০২৪

বিভিন্ন দেশে প্রবাসী গ্রেফতার, যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকালে ৫৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিক্ষোভকালে সৌদি আরবে প্রায় ১০ বাংলাদেশি গ্রেফতার হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রবাসীর ব্যাপারে খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনা ঘিরে আমাদের অন্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *