Home খেলা দুই ঘণ্টা বন্ধের পর ৩ মিনিট খেলা, সার্কাস বলছেন আর্জেন্টাইন কোচ
জুলাই ২৫, ২০২৪

দুই ঘণ্টা বন্ধের পর ৩ মিনিট খেলা, সার্কাস বলছেন আর্জেন্টাইন কোচ

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচটিই হলো বিতর্কিত। মরক্কোর বিপক্ষে ম্যাচে এদিন নির্ধারিত সময়ে ২-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত ১৫ মিনিট বাড়িয়ে দিলে সেই সময় শেষ হয়ে যাওয়ার পর ১৬ মিনিটে এসে গোল করে আর্জেন্টিনা। ম্যাচে অতিরিক্ত সময় এতো বেশি দেওয়ায় গ্যালারিতে আসা সমর্থকরা ক্ষোভ ঝাড়ে। নিজেদের সঙ্গে থাকা বোতল ও অগ্নিশিখা ছুড়ে মারে মরক্কোর সমর্থকরা। যদিও তখনও নাটকের অনেক বাকি।

এরপর খেলা শেষ না করে প্রায় দেড় ঘণ্টা পর আর্জেন্টিনার গোলটি ভিএআর চেকে অফসাইডে বাতিল করে রেফারি। এরপর প্রায় দুই ঘণ্টা পর ফের মাঠে নামানো হয় দু‘দলের ফুটবলারদের। খেলানো হয় মাত্র ৩ মিনিট ১৫ সেকেন্ড। যেখানে আর গোল করতে না পারলে ২-১ ব্যবধানে ম্যাচ হারে আর্জেন্টিনা। দেড় ঘণ্টা পর গোল বাতিলের এমন সিদ্ধান্তকে নিজের জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস বলে অভিহিত করেছেন আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাচেরানো।

ক্রিস্টিয়ান মেদিনার গোল অফসাইডে বাতিল হওয়া ও ম্যাচে বিশৃঙ্খলা তৈরি হওয়া নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন মাচেরানো। তিনি বলেন, ‘কী ঘটেছে ব্যাখ্যা করতে পারব না। আমরা প্রায় দেড় ঘণ্টা ড্রেসিংরুমে বসেছিলাম, কিন্তু এরপরও তারা বলতে পারেননি কী হতে যাচ্ছে।’

মাচেরানো আয়োজকদের সমালোচনা করে বলেন, ‘মরক্কো অধিনায়ক পুনরায় মাঠে নামতে চায়নি। আমরাও চাইনি। আর দর্শকেরাও আমাদের তাক করে অনেক কিছু ছুড়ে মেরেছে। আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় সার্কাস। জানি না কেন তারা একটি খেলার মুহূর্ত রিভিউ করতে ১ ঘণ্টা ২০ মিনিট সময় নিলো। মেদিনার গোলটি অফসাইড হলে ম্যাচটি সেভাবেই চালিয়ে যাওয়া যেত। আমার মনে হয় না দেড় ঘণ্টা বিরতি নিয়ে ম্যাচটি আবারও তিন মিনিটের জন্য খেলার প্রয়োজন ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *