মোরেলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ মাওলানা জহিরুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক
এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :
খুলনা বিভাগের সর্ববৃহৎ হযরত পীর খানজাহান আলী (রঃ) স্মৃতি বিজড়িত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মাদ্রাসাপর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সহকারি অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ ।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম.তারেক সুলতান সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম সাইফুলআলম এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল জাবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল জাবির প্রমুখ।
বিভিন্ন সূত্রে জানা যায়, তিনিমোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে সহকারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।তিনি বর্তমানে তিন সন্তানের জনক। ব্যক্তিগত জীবনে একজন সৎ, কর্মঠ, পরিশ্রমী ও বিনয়ী মাওলানা জহিরুল ইসলাম তাঁর প্রতি অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে সর্বদা সচেতন ও দায়িত্ববান। এই কারণেই তিনি প্রতিষ্ঠানের একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন।
অনুভূতি জানতে চাইলে জনাব মাওলানা জহিরুল ইসলাম বলেন, এই অর্জন ও সম্মান আমার একার নয়, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মীদের।
তাঁর সাফল্যে সম্মানিত মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় পর্যায়ের জন্য সকলে দোয়া চেয়েছেন। তিনি সকলের নিকট আশির্বাদ/ দোয়া প্রার্থী।
(এস এম সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা ০১৯১১-২১১৯৬৫ তারিখ-১৭.০৭.২০২৪।