Home খেলা কোটা আন্দোলন নিয়ে সরব ক্রিকেটাঙ্গন, কে কী বললেন
জুলাই ১৭, ২০২৪

কোটা আন্দোলন নিয়ে সরব ক্রিকেটাঙ্গন, কে কী বললেন

সারা দেশে তথা ক্যাম্পাস ছাড়িয়ে এখন শহর থেকে শহরে, সড়ক থেকে মহাসড়কে ছড়িয়ে পড়েছে কোটাবিরোধী আন্দোলন। বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ এক পর্যায়ে সংঘাতে রূপ নিয়েছে। ইতোমধ্যে প্রাণ ঝরেছে অন্তত ছয়জনের। এমন প্রেক্ষাপটে অন্যদের পাশাপাশি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ক্রিকেটাররাও।

এতদিন বিষয়টি নিয়ে ক্রিকেটারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে মঙ্গলবার এ বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানান জাতীয় দলের হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয়। তার দেখাদেখি একে একে মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান।

ব্যাটার তাওহিদ হৃদয় তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘সবকিছু থেকে দূরে আছি। তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রক্তাক্ত না হোক।’

পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’

কোনো কিছু না বললেও অনেকটা নীরবে প্রতিবাদ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। মোনাজাতের ইমুজি দিয়ে প্রার্থনা কামনা করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন মক্কায় গিয়ে তোলা নিজের একটি ছবি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টিনের একটি বিখ্যাত লাইন– ‘আই ওয়াজ কোয়াইট, বাট আই ওয়াজ নট ব্লাইন্ড’ লিখে ফেসবুকে নিজের ছবিসহ পোস্ট করেন। যার বাংলা করলে দাঁড়ায়– ‘আমি চুপ ছিলাম, কিন্তু অন্ধ নয়!’ শান্তর এই পোস্ট সম্পর্কে ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের সার্বিক চিত্র তিনি দেখছেন।

ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ব্যাটার মুনিম শাহরিয়ার লিখেছেন, ‘যদিও আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙ্গা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা। এর পরেও আমি শান্তি চাই। চাই না, কোনো সাধারণ শিক্ষার্থীর রক্ত ঝরুক। আমি নিজেও একজন শিক্ষার্থী। যৌক্তিক দাবি যৌক্তিকভাবে নিরসন হোক। আমার ভাইয়েরা বোনেরা সবাই নিরাপদ থাকুক।’

পেসার সুমন খান লিখেছেন, ‘একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি যেহেতু আমি এখনো একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’

আম্পায়ার গাজী সোহেল লিখেছেন, ‘খুব কষ্ট হচ্ছে। হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করেছে। এমনটি তো হওয়ার কথা ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *