Home খেলা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি সভায় লড়বে ভারত-পাকিস্তান
জুলাই ১৪, ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি সভায় লড়বে ভারত-পাকিস্তান

রাজনৈতিক বৈরিতার ফলে দীর্ঘ সময় ধরে পাকিস্তানে কোনো দ্বিপাক্ষিক সফর করে না ভারত। এমনকি মহাদেশীয় এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেও পাকিস্তানে যেতে রাজ্যের আপত্তি তাদের। ভারতের এমন অবস্থানের ফলে গত এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজিত হয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও একইভাবে আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই কলম্বোয় শুরু হতে যাওয়া আইসিসির বার্ষিক সভায় ভারতের কাছে জানতে চাওয়া হবে যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় কিনা। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সরাসরি উত্তর না দিয়ে দেশটির সরকারের কোর্টে বল ঠেলে দেবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারের অনুমতির উপর তাদের পাকিস্তান সফর নির্ভর করছে বলে জানাবে।

যদি এমনটা হয়, তাহলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব তুলতে পারে আইসিসি। এক্ষেত্রে পাকিস্তানের সহ-স্বাগতিক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম উঠতে পারে সভায়।

এমনটা হলে ভারতের সব ম্যাচ হবে আমিরাতে। সেক্ষেত্রে পাকিস্তানের প্রস্তাবিত গ্রুপিংয়েও পরিবর্তন আসতে পারে। কারণ পাকিস্তানের ঘোষিত গ্রুপিংয়ে তাদের গ্রুপেই রয়েছে ভারত। যেহেতু পাকিস্তান স্বাগতিক এবং ভারত পাকিস্তানে এসে খেলতে চায় না, সেক্ষেত্রে গ্রুপিংয়ে বদল আসার সম্ভাবনার কথা জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরাবরই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিরোধী। তারা পুরো টুর্নামেন্ট নিজেরাই আয়োজন করতে চায়। আইসিসি সভায় হাইব্রিড মডেলের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবেন পিসিবি কর্তা মহসিন নাকভি।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াতে পারে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি।  টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দল হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *