Home খেলা পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ তুলে শিরোপা জিতল ভারত
জুলাই ১৪, ২০২৪

পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ তুলে শিরোপা জিতল ভারত

গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। সেই হারের শোধ তোলার সুযোগ ছিল ভারতের সমানে। সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ায় শিরোপা জয়ের। দুটোই করেছে ভারত। প্রতিশোধের সঙ্গে শিরোপাটাও নিজের করে নিয়েছে যুবরাজ সিংয়ের দল।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলেছে ভারতের সাবেকরা।

আসরজুড়ে দারুণ খেলা পাকিস্তান তীরে এসে তরি ডুবিয়েছে শেষমেশ। ব্যাট হাতে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে জমা করতে পারেনি যথেষ্ট পুঁজি। ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থেমেছে ৬ উইকেটে ১৫৬ রানে।

যেখানে সর্বোচ্চ ৪১ রান এসেছে শোয়েব মালিকের ব্যাট থেকে। তবে সেই রান দলকে টেনে তোলার বদলে ডুবিয়েছে বেশি। কেননা, এই রান তুলতে মালিক বল খেয়েছেন ৩৬টি। অধিনায়ক ইউনিস খান ও মিসবাহ উল হকেরও একই অবস্থা। দলের এমন দিনে সুবিধা করতে পারেননি বাকিরাও। শেষ দিকে সোহেল তানভিরের ঝড়ো ব্যাটিংয়ে ৯ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে দেড়শ ছাড়ায় পাকিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে অনুরিত সিংয়ের শিকার ৪৩ রান খরচায় ৩ উইকেট।

জবাব দিতে নেমে ওপেনার আম্বাতি রায়ডু পথ দেখান ভারতকে। ৩০ বলে ৫০ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে জয়ের পথ গড়ে দিয়ে যান তিনি। গুরকিরাত সিং মানও মাঝে দায়িত্ব নিয়েছেন। ৩৩ বলে ৩৪ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন।

অধিনায়ক যুবরাজ সিং ২২ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেও মাঝে ১৬ বলে ৩০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান ইউসুফ পাঠান। পরে তিনি থামলে যুবরাজকে সঙ্গ দিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইরফান পাঠান। ভারত ম্যাচ জিতে ১৯.১ বলে। তাতে ৫ উইকেটের জয়ে লিজেন্ডস লিগের  প্রথম আসরের শিরোপা ঘরে তুলে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *