Home সারাদেশ শিবপুরে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত 
জুলাই ১৩, ২০২৪

শিবপুরে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা
স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন নরসিংদীর শিবপুর উপজেলা শাখার সম্মেলন, অবসর প্রাপ্ত ও প্রয়াত কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শিবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের আহবায়ক মোঃ রুবেল শেখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ক শরীফ আহমদ সাদী, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, শিবপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইফতেখার উদ্দিন খান নিপুণ, স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম আরজু, বি এল সি এফই এ সাবেক মহাসচিব আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।
সম্মেলনে সাইফুল ইসলাম সভাপতি ও নাইম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *