Home জাতীয় যে কারণে বিদ্যুতের মিটার নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে এমপি
জুলাই ১২, ২০২৪

যে কারণে বিদ্যুতের মিটার নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে এমপি

বিদ্যুৎ সংযোগ ছাড়াই চালু থাকার সংকেত দেখাচ্ছিল- এমনই একটি ত্রুটিপূর্ণ মিটার দেখানো হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মিটারটি নিয়ে আসেন কমিটির সদস্য তানভীর শাকিল জয়।

বৈঠকে ভূতুড়ে বিদ্যুৎ বিল, প্রিপেইড ও পোস্টপেইড মিটারের ত্রুটি নিয়ে সদস্যরা আলোচনা করেন। দেশে সাড়ে তিন কোটি বিদ্যুৎ মিটারের মধ্যে পাঁচ লাখে ত্রুটি রয়েছে। যা শতাংশের হিসাবে প্রায় দেড় শতাংশ-বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, ওমর ফারুক ও কানন আরা বেগম। বৈঠকে একাধিক সদস্য গ্রাহক পর্যায়ে ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে কথা বলেন।

তারা বলেন, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিল বেশি আসে। সেটা সংশোধন করতে গেলে গ্রাহকরা হয়রানির শিকার হন। এগুলো বন্ধ করার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিতে উপস্থাপনের জন্য বলা হয়।

কানন আরা বেগম বলেন, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বলা হয়-এখনো শতভাগ প্রিপেইড মিটার হয়নি। সেখানে কিছু ত্রুটি আছে বলে জানায়। এছাড়া আমরা বলেছি, কিছু মিটার বিদ্যুৎ না থাকলেও ঘোরে। আমরা মিটারগুলোর সমস্যা কী, সেগুলোর মানোন্নয়ন ও ব্যবস্থা নিয়ে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলেছি।

সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে সারা দেশের বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং বেড়েছে বলে কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। যা মেরামত করা হচ্ছে বলে উল্লেখ করে আগামী দুই-তিন দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়। এ ছাড়া ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যাঘাত হচ্ছে বলেও কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *