রামগড়ে গাঁজাসহ পুলিশের হাতে নারী মাদক ব্যবসায়ী আটক
তাজু কান্তি দে,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ সুমি খাতুন (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।
বুধবার (১০ জুলাই) রামগড় থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজার এলাকায় শান্তি বাস কাউন্টার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সুমি খাতুন নামে ওই নারীকে আটক করে।
এসময় তার সাথে থাকা লাগেজ তল্লাশি করে চার কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সুমি খাতুন (২৬) মাগুরা জেলার শ্রীপুর থানার বরালিদহ গ্রামের মো. কালু মোল্লার মেয়ে।
পুলিশ জানায়, সে আন্তঃজেলা মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়ী। তার নামে রামগড় থানায় মামলা রুজু শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।