নলছিটিতে দিনব্যাপি পিএফজি’র সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপি সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক এক কর্মশালা পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) নলছিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ জুলাই) ইউএসএইড ও আইএফইএসের অর্থায়নে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ কর্মশালা বাস্তবায়ন করে।উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধন করেন সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি ও পি এফ জি নলছিটি উপজেলার কো-অর্ডিনেটর সাংবাদিক মো: খলিলুর রহমান মৃধা। এতে উপস্থিত ছিলেন, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অডিনেটর মায়মুনা আক্তার রুবি, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস অ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের যুগ্ম কো-অডিনেটর নাসিমা কামাল,সুজন সম্পাদক ও হাঙ্গার প্রজেক্ট’র মাষ্টার ট্রেইনার প্রভাষক মোঃ আমির হোসেন, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের ইয়োথ ফিলো মো. হাদিউজ্জামান হাদি প্রমুখ। এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সুখময় পাল, নাসিমা কামাল, প্রভাষক মোঃ আমির হোসেন, মায়মুনা আক্তার রুবি ও মোঃ হাদিউজ্জামান হাদি।কর্মশালায় অংশ নেন নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, কাজী ও সুশীল সমাজের ২৫জন নেতৃবৃন্দ।