Home অপরাধ কদমতলীতে পুলিশের মাদকবিরোধী চিরুনি অভিযান
জুলাই ৪, ২০২৪

কদমতলীতে পুলিশের মাদকবিরোধী চিরুনি অভিযান

রাজধানীর কদমতলীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোরগ্যাং ও চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে চিরুনি অভিযান চালিয়েছে পুলিশ। ১ জুলাই থেকে ৩ জুলাই বুধবার পর্যন্ত  এ অভিযান পরিচালনা করা হয়।

কদমতলী থানাধীন আলমবাগ, ওয়াসা রোড, জুরাইন, নতুন রাস্তা রেললাইন, বড়ইতলা, জুরাইন মিষ্টির দোকান, বিড়ি ফ্যাক্টরী মোড়, ডেভিডের গলি, কানা জব্বারের গলি, নোয়াখালী পট্রিসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের ৬ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

অভিযানে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন, শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম, কদমতলী থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফেরদৌস আলম সরকার সঙ্গীয় ৫০ জন ফোর্স অংশগ্রহণ করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘পুলিশ জনতা জনতাই পুলিশ’ স্লোগানকে বুকে ধারন করে কদমতলী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে মাঠে নেমেছে কদমতলী থানা পুলিশ। আর এতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি তিনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *